*************************

স্বপ্নটা কি স্বপ্নেই পেয়েছিলাম?
ধুত্তেরি! মনেই পড়ে না।
নিশ্চিত ভাবে তৃতীয় নেত্র জানে।
পিনিয়াল গ্ল্যান্ড, কি করছো?
কি ভাষায় লিখেছো স্বপ্ন!
দেখি উল্টানো সজারু যেন..
কখনো নাচতে নাচতে
হঠাৎ অদৃশ্য ব্যাঙাচির মত...
কত মনে করব বলো তো?
তুমি বুঝি মোনালিসা আঁকো, আইনস্টাইন?
লিওনার্দো, তুমি কি আপেক্ষিক তত্ত্ব..
এডিসন ,তুমি নোবেল পেয়েছিলে না?
চার্চিল, কিভাবে জ্বালিয়েছো বৈদ্যুতিক বাতি?
কি বললে? স্বপ্নের ডিসলেক্সিয়া!
    
**************************