তোমার নিবিড়ে নব গান
মেঘহীন পথ ফেলে আসা
পাখিরা কুলায় কলতান
আমারও চাই ছোট বাসা।
তাজ দিয়েছিলে ব্যথা হয়ে
বাবুই হয়েছি ভালো আছি
প্রাসাদ ছেড়েছি বরাভয়ে
তোমার জগৎ ধরি কাছি।
গোলাপে ভরেনি ভাঙা বুক
নিভিয়ে দিয়েছি কাতরতা
জীবন মানেনা ধুকপুক
দাবিয়ে রেখেছি স্বাধীনতা।
প্রাণের সফর সুখছাড়া
যাবে না অসুখ মনগড়া।
------