-------------------------------

তোর সব দিন ছিল একান্ত আমার
বরফ কথায় গলছিল নদী
আঁকাবাঁকা পাইন হিয়া চিরে
কাঠের ঘরে চুল ভেজানো সিথিঁ
সোনালী রোদের আড্ডায় কোল
উইলো ঝোপের বুক জুড়ে
নামছিল তৃপ্তির জলধারা
সেদিন তোর আর আমার
নাম্বার ছিল একটাই !
খাস মহলে ছিল একজনই
চোখে ছিল অনুরাগের সেজ
সাবেকি বাঁশি বেজে ছিল কোন সুখে
কস্তুরী ধুপটা শুধুই পুড়ছিল
দীর্ঘ নিঃশ্বাসে ছাদটা ক্রমশঃ দূরে
আসে না আর রাতপেশী গন্ধ
রেখে গেছে ডিলিট এর শূন্য ভাষা।
  -----------------------------