সেভাবে আর আসেনা সেতো ঘুমের ঘোরে
আবলুস রাত
আঁচলঘেরা সাগর পায়ে জল ছিটিয়ে মনের ঘরে
শুধু প্রতিঘাত।
'বলবো না'রা স্মৃতির চিঠি ফেলে গেছেতো
জানালার সিল?
কুড়ালো  বীথি দেখনি নাকি ভাবুক চোখ,
ও সোনালী চিল?

কার হাতের কাঁপা শহর টিপট চেনে-
জানোনা সোহিনী?
ঠোঁটের ভাঁজে ম্যুরাল হাসে কাঁচের ঘর
বোঝেনা বোঝেনি।
মাটির গাথা ঝড়েতে লেখা শোনোনি ওগো
হাওয়াই দ্বীপ
আলোয় কাটা নকশা তবু বোনে রঙিন
এ অন্তরীপ।।
           -------------------