সুরের ভেলায় হারাই যদি
খুঁজবে কোথায় ইচ্ছেনদী
মন উচাটন রাখিস ধরে
প্রেমে।
বদলে যাওয়া সময় নূপুর
বর্ষা গানে টাপুর টুপুর
গাছের ছায়ায় সবুজ বীথির
ফ্রেমে।
আলতো ছোঁয়া সুখের রোঁয়া
আকাশ নীলের তলায় শোয়া
ঘাসের হাসি শোনায় বাঁশি
দূরে।
স্বপ্ন হ্রেষা ডাকছে প্রবল
চাইনা কিছু দুঃখ কেবল
সাত সাগর আর তেরো নদী
ঘুরে।