বাষ্পমোচন রোধ করতে পারো!
হৃদয়ের পাতাগুলো কাঁটায় ভরে নাও
জানি তোমার ভেতরটা খুব নরম রসালো
বানজারা ভূমিতে পেতে দাও নির্মেদ শরীর!
বিনিদ্র চোখে দাও একটু ঘুম
যে বেঁচে আছে শুধু ঝরে যেতে..
তার মধুমেহ বাড়লে নিয়ন্ত্রণ তো পারো!
দিনের পর দিন স্লিম হতে চাওয়া আশায়
দিতে পারো মেদহীন ইঙ্গিত!
বালুর পটভূমি তপ্ত সূর্যের ঠিকানা
তুমিও তো আশ্রয় হতে পারো
কত বেদুঈনের মরিয়া তৃষ্ণায়!
জিপসী মন হু হু ছোটে..
ঠিক তোমার একান্তে
ভালবাসবে তো ক্যাকটাস?
-----------