সঞ্চরণশীল হৃদয়ের প্যাসিফিক প্লেটে
অনুক্ত মহাজাগতিক চিহ্ন
সত্যের অপলাপের লম্বা প্লাটফর্মে
ছিঁড়ে থাকা ব্যানার 'সত্যমেব জয়তে'
কোন এক জাদুকরের হাঁচি
স্তব্ধ করেছিল সূর্যের পরিক্রমা
মুখোমুখি বসে ছিল কার সাথে?
আগুনের পোশাক ছেড়ে
তারও তো জ্যোৎস্নায় ভেজার কথা ছিল
মণিতে মণি রেখে গাওয়ার কথা ছিল
অতলান্ত বিস্ময়ের স্বরলিপি
দেয়াল উঠেছিল ঝাড়বাতি বোঝেনি...
তার যে মধ্যমণি হওয়ার কথা
ইচ্ছে ছিল সিলিং ছুঁয়ে
ইপ্সার প্রদীপ দেবে জ্বেলে
ছড়িয়ে দেবে স্বর্গীয় হোলি
পূর্ণিমার ইজেলে
নিজেকে ভুলে গেছো ঝুলনের রাত
কেন মুছে দিলে প্যালেটের রামধনু?
পূর্ণ হয়নি সান্নিধ্যের নিঃশব্দ গান তার
পূর্ণ হবেনা কখনো আর।।।

        -----------