একটুখানি দরজা খোলো
আলোর মত ঢুকি
আমিও যে গো দেখতে চাই
কেমন তুমি সুখী?
শাঁখের ফুঁয়ে বাঁধন খুলি
কথায় বোবা টিলা
নীল আকাশ বলেই ডাকো
দূরেই জেনো নীলা।
কোন জগতে শরীর ফেলে
কোন জগতে পরী
ভুল করলে কি না করলে
বলতে 'ভেরি সরি'।
কেউ নেই তো ওই উঠোনে
রোদ করেছি চুরি
আলোর দ্যুতি ছায়ায় ভরি
করিনি বাহাদুরি?
কালো ছিলাম ফিরিয়ে দিলে
তবু পড়িনি পায়ে
এবার কাছে ফিরবো বলে
রোদ মেখেছি গায়ে।
-------