***********************
রোদের বিছানায় তলিয়ে যেতে দাও
গভীরে পড়ে থাকা বাস্তব
কুড়িয়ে নিতে নিতে
তিরিশ ইঞ্চির কোমর
নুয়ে পড়ে মাটির কাছাকাছি
ক্রমশ বন্দী হৃদয়ের কৌস্তভ
ঠিক পটের বিবির মত
আদরে বোনা টেবিল ক্লথে
রং চটা খোলসে সুপ্ত ঝিনুক
যে শব্দ দিয়ে জলসত্রের ছায়া হতে চেয়েছি
উচ্চতায় হিমালয় হতে চেয়েছি
কত নীড়ের নীড় হতে চেয়েছি
অপার্থিব বিশ্বাসে
কত ঘামের বাতাসে
দিতে চেয়েছি আন্দোলন
পৃথিবীর সবুজ কলকা পাড় ছেঁটে
শ্যামলীর ছোট্ট ঘর
টানে সৌন্দর্যের করিডোর
সুদৃশ্য অরণ্য হওয়ার আঁচলে
প্রবালদ্বীপের দামি পাথরকুচি!
প্রশংসায় গলতে চেয়েছি
সুদৃশ্য টিপটের পাশে
আমারও তো নীলিমার নেশা ছিল
ছিল ভৌমরসে ভেজা ঠোঁট
রোদ্দুরকে ভালোবাসার দ্রিমি দ্রিমি
এমারেল্ড সবুজ হয়ে ওঠার বারান্দা
রঙিন প্রজাপতির কার্নিশে.…
************************