কারো কারো কথায় কথায়
বৃষ্টি নামে চোখের ছাতায়
কারো কারো ছোঁয়ার ধরন
মেঘের ডাকে বর্ষা বরণ ।
কখন বেহুঁশ কাঁচের ঘরে
শব্দ ভীষণ কাঁপে জ্বরে
কথায় জবাই হতে হতে
রাতটা হালাল উদোম প্রাতে ।
কারো কারো শখের শিশির
জলে চুপচুপ ভেজার ফিকির
কারো কারো ফষ্টিনষ্টি
ফসকা গেরো অনাসৃষ্টি ।
ফিরতি পথে ফিনকি দিয়ে
তুষার টহল কারণ পিয়ে
ইচ্ছে অথৈ ইতঃস্তত
ভিজলে নাকি ছায়ার মতো?
ভেজো ভেজো মনের আরক
ইয়াদ রাখুক বিজন স্মারক
হোক না যত ইলশে গুঁড়ি
অঝোর বারিশ চাইরে, থুড়ি।