তোমায় যে নির্ভর সুখে স্পর্শের লোভে লোভী ভ্রমর ঘিরে থাকে বিলাসিনী প্রাণে কি সুখের খবর !
আধো আলো প্রত্যয়ী ছায়া
ভোলায় রে এলোমেলো হায়া
কুয়াশার কচিশাখা চোখে নিভৃত দুঠোঁটের রেখায় কিযে ছিল অবুঝ সবুজে ব্যথাঘন সে ক্লান্তি পেষায়।

নিসর্গ বিছিয়েছে সুধা  
         ভীরু বুক ছটফট আড়ালে
কি ভরসা চেয়েছিল দ্বারে
        গোপনের ক্ষনে এসে দাঁড়ালে !
মিলনের আভা মেখে পাশে
একটু তফাতে যদি হাসে
আড় চোখে চাহনির খেলা
           প্রলয়ের ডাকে ফেরিওয়ালা
যাবে কি যাবে না সে তো বলা
           ভরালে কি অতৃপ্ত দেয়ালা ।

ভুলে ভাসা স্রোত পাশে ঠেলে
     স্বেদ রাখো কেন গো এ আঁচলে?
না বোঝার ফিকির না খুঁজে
      ফুল ফোটাও পরাগের ছলে।
মেটালে কি? কী ভীষণ খিদে !
যে গভীরে পথ গেছে সিধে।

আর দেখো না ওভাবে চেয়ে
        স্নান সেরে অবেলার খেয়ালে
নির্জনে, নিস্বনে নয়
        ঢেকে দাও শুধু অন্তরালে।