ওদিকে তো আর পথ নেই
অজস্র পালকে শীতল মৃত্যু
দিকভ্রষ্ট পাখি আমি এক
টহল দিয়ে চলেছি বিক্ষিপ্ত প্রকৃতির দ্বারে
যে উঠোনের এক কোণে নীবার কণা খুঁটেছি
হঠাৎ বিষাদ-স্মৃতির দৃশ্যে তার প্রস্থান
মমতার মতো নীড়ে ওম খুঁজে ফিরি
খুঁজে ফিরি মায়া মাখা খড়কুটো রোদ।
উড়ে চলেছি নদীর ধার ঘেঁষে
যেখানে অজস্র কাঁটায় ঘেরা চোখ
তার ওপর শত শত দিশাহারা প্রাণ
গাঙচিল হারিয়েছে তার ডানা
ময়না শালিকের ঝাঁকও স্থির চিত্র যেন।
মৃত্যু মিছিল উবু হয়ে চলে
ছিঁড়ে খুঁড়ে হৃদয়ের পাটাতন।
কে এমন নিষ্ঠুর?
প্রকৃতি না মানুষের দরবার?
কোন বিষের জ্বালায় আজ নীড়হারা ?
প্রশ্ন জাগার আগেই ঢলে পড়ে অতৃপ্ত ব্যাকুলতা --কোথায় যাব ফিরে কোন নীড়ে?
মৃত্যুর অমোঘ পথ চাইনা
আমি যে জীবন চেয়েছিলাম
হে অমৃত, বাঁচতে চাই আমি
বারবার স্বপ্ন ঝড়ের মুষ্টি ভেঙ্গে
নেশার ভ্রমর চোখে খুঁজি
জীবনের পূর্ব দিক
খুঁজি সূর্যের প্রদ্যোত।