ওয়াজ আর জমলো না!
হাদিয়া-তোহফা নিয়েই ফিরতে হলো-
কিছু দোয়া-দরুদ,আমল-ইখলাসের বয়ান!
শাসন-শাসক বদলে যায়
শুধু বদলায় না জনতার ভাগ্য!
জনতার অপেক্ষার প্রহর দীর্ঘ হয় -
ফি বছর শব-ই বরাত অবধি !
দেশটা এগোচ্ছে শুধু কাগজে-কলমে
আর চাটুকারদের মুখে-মুখে !
যতদিন না কুরআনের আইন.....
স্টপ। স্টপ। রাগান্বিত হয়ে উঠেন স্টেজে বসা প্রধান মেহমান ।
ছানি পড়েছে এ মোলভীর চোখে!
তাই দেখেন না তিনি সরকারের উন্নয়ন !
ব্রিজ-কালভার্ট-ফ্লাইওভারে ভরে গেছে দেশ,
ঘরে-ঘরে বিদ্যুৎ,মহাশূন্যে স্যাটেলাইট....
সরকারের উন্নয়নের ফিরিস্তি নেতার জ্বালাময়ী বক্তব্যে!
রাজনীতির কী বুঝেন মিয়া?
কুরআন - হাদীস থেকে করেন বয়ান।
রাস্তার কুকুরের মতো খাদ্যের টানাপোড়েন নাই
মজুরের মতো ঘরভর্তি অভাব নাই,
ছা-পোষা কেরানীর মতো চাকরি ছুটে যাওয়ার আশঙ্কাও নাই,
শুধু বারুদ ভরা কণ্ঠের স্বাধীনতা চান মৌলভী সাহেব।
গলা খুলে সত্য সুন্দর দু'চারটে কথা শোনাতে চান শ্রোতাদের ।
কিন্তু সে তেজদীপ্ত কণ্ঠ থেমে যায়
শক্তিশালী আঙুলের ইশারায় !
ইন্নাল্লাহা মা'আস সবেরিন'- বাধ্য হয়েই মনে মনে পড়ে নেন মোলভী সাহেব!
সব সত্য বলতে নেই!
সব স্বাধীনতা চাইতে নেই!
হেলিকপ্টার যোগে আসা-যাওয়া সমেত
নগদ পঞ্চাশ হাজার.......
পুরোটাই গচ্ছা যাবে যে !
ইউসুফ নবী -জুলেখা বিবির প্রেমের কেচ্ছা মৌলভীর সুরেলা বয়ানে!
তারপর কিছু দোয়া-দরুদ -আমল শিখায়ে দিয়েই আখেরি মোনাজাত!
ওয়াজ আর জমলো না!