সবাইকে আপন ভাবতে নেই
সবাইকে ভালবাসতেও নেই
সেই ভালবাসাই কাল হয়ে দাঁড়ায়!
এমন তো কথা ছিল না!
ভালবেসে বুকের জমিনে দিলাম আশ্রয়
সেই বুকটাই আজ তুমি করলে শ্মশান!
তোমরা ক্ষমার কথা বলো ?
শত্রুকে ছাড় দিতে নেই।
কেউ কেউ নিজেকেই ঈশ্বর ভেবে বসে
করুণার জীবন পেয়ে!
মুখে মুখে উঠে আসে-হিটলারের সে ভুলেই
ফিলিস্তিন আজ নরককুণ্ড!
ফিলিস্তিনি পুস্প-কোমল শিশুরা প্রতিদিন
জীবন দিয়ে দেয় সে ভুলের মাশুল!