জান্নাতুল ফেরদাউস প্রার্থনায়-
নতুন আরেক নাম যুক্ত হলো আজ !
যতই যাচ্ছে দিন,ততোই দিঘল হচ্ছে মোনাজাত !
ব্যস্ত মানুষ ফুরসত পাই না নিজের কথা ভাবার।
শঙ্কায় থাকি সব চেনা মুখ নিয়ে
কখন বা কার নাম চলে আসে মোনাজাতে!
আরশির মতো জায়নামাজে ভেসে ওঠে
প্রিয় মুখগুলো। অভিমান করো না।
বেঁচে থাকতে দিতে তো পারিনি কিছু
অশ্রুমাখা দোয়া দেবো কবরে।
তোমরা একটি ডায়েরি দেবে কেউ?
হেনার দেয়া "উপহার" - এর পাতা শেষ।
আফসোস! ফুটাতে পারিনি তাতে কবিতার ফুল !
শোক সংবাদ নোটে'ই ভরে গেছে সবগুলো পাতা !