ব্যাপারটা খুব  হাসির  তবু  করছো কি ইনসাফ ?
ভুল না করেও নিত্য দেখি তার কাছে চাও মাফ !
সেই  কি  তবে  এই  দুনিয়ার  প্রতাপশালী  কেউ ?
বিনা দোষেও  জাগে  সবার  ক্ষমা চাওয়ার ঢেউ ?
দেয়  বাড়ায়ে  হাত যখন সেই ফকির এসে দ্বারে
সবার  সামনেই   নত  হয়ে  দাও  ফিরায়ে  তারে !
আবার  দেখি   হয় না  মনে   কিঞ্চিত্   অনুতাপ !
জীবন  ভরে   করেও   কতো    নাফরমানি-পাপ ।
যার  দয়া  যার  নায-নিয়ামত   লুটছো  অবিরত
রাজার রাজা তার কাছে কেউ হও'না রে তাও নত।
দিনে-রাতে   করছো  গুনাহ্  আমলনামায়  জমা
নির্জনেতেও  চাও না   কভু   প্রভুর  কাছে  ক্ষমা।
স্রষ্টা যদি  কাহহার  রূপে নেন'গো  হিসাব কারো
আখের যে তার কেমন হবে ভাবতে তা কেউ পারো ?