ওরে মাথা মোটার দল!
                   আর কত ভাত খাবি বল?
ভাতের বদলে আলু খা
                      ভাতের উপর চাপ ক-মা!
আমরা বাপু গরিব-মূর্খ মানুষ
                               আছে কি এত হুঁশ?
আলু খাব সেও তো কিলো ত্রিশ!
              সবচেয়ে ভালো এনে দাও বিষ!

রমজান আসে-
           কী ভয়ংকর ত্রাসে!
নিত্যপণ্য সবকিছুই-
         দামে লাগাম ছাড়া,আকাশ ছুঁই ছুঁই!
এখনও হামেশাই শুনি-
                     জননীর উপদেশ
মিষ্টি কুমড়ার বেগুনি,
             আহ্ স্বাদে কী যে বেশ!
মাগো বুদ্ধি মন্দ দাওনি!
এমনি এমনি কী আর দ্যাশের মাথা তুমি!
তবে মিষ্টি কুমড়া কিনতে গেলেই-
                          পকেট সাহারা মরুভূমি!
গরিবের কষ্টে কেন অন্তর করে নিশপিশ!
সবচেয়ে ভালো সরকারি ত্রাণ দাও বিষ!

মাংসের আমিষ পাবো কাঁঠালে!
        কী চমৎকার রেসিপি জাতিকে পাঠালে!
আহ্!শুনতেই লাগে কত সুখ!
                    গর্বে ফুলে উঠে পেট,না না বুক!
গরিরের ভাবনায় দিন-রাতের করো না মিশ!
এবার রোজায় যাকাত দিও মাগো বিষ!

মন্ত্রী মশাই-ও কি খুব খারাপ বলেছে?
               নিন্দুক লোকেদের‌ই অন্তর জ্বলেছে!
আঙুর,খেজুর ওসব তো বিদেশি ফল!
              তবু কেন ওসবেই জিভে আসে জল?
এই কি তোমাদের দেশ প্রেম?
                 বিদেশি সবকিছুই মনে করো হেম!
আঙুর,খেজুর....ভুলেও যেন না শুনি আর!
দেশি বড়‌ই দিয়েই এবার সেরে নিও ইফতার।
        
নেহাত গরিব-মূর্খ মানুষ আমরা
      তোমাদের মতো নয় গণ্ডারের চামড়া!
দ্রব্যমূল্যের আগুনে পুড়ে-
                            জীবন এক্কেবারে সিদ্ধ!
বাজারের লাগাম টানো
              উপদেশ শুনে চাই না হতে ঋদ্ধ।