বিপদে পড়লে ডাকি যে তোমায়
পরিত্রাণে যাই ভুলে,
তবুও দেখেছি তোমার রহম
নাওনি কখনো তুলে ।
পূর্ণতা পায় রহিম নামটি
আমরা অধম বোলে,
আজকে তোমার নীরব নজর
ঠেলছে মৃত্যু কোলে ।
তুমি যে মাবুদ হয়েছো বধির
অনুভূতিহীন যেন !
শুনো বান্দার আহাজারি তয়
হৃদয় গলে না কেন ?
মানছি মানব দানব হয়েছি
রিপুর তাড়নে আজি,
ক্ষমা করে দাও জমা করা পাপ
হয়ে যাও খুশি রাজি ।
তুমি যে মালিক তুমি যে খালিক
তুমিই ত্রাতা এ ভবে ,
রাগ-অভিমান দেখাও যতোই
লাভ কি তোমার হবে ?