সবকিছু পেয়েও আজ শূন্যতা করে বিরাজ
আমার এই উদাসী মনেতে......
কোনোদিন আমি দেখি নাই যাহারে
হয়নি কথা যাহার সনেতে
তবুও কেন তাহার তরেই
অকূল-অস্থির আমার এই প্রাণ?
যতই দেখি এ সুন্দর পৃথিবীর রূপ
বন-বনানী,ফুল-ফল,বর্ণিল পাখি
ক্ষণিকের তরে মেটায় তৃষ্ণা আঁখি
থেকে যায় এ বুকের ভেতরে
তোমায় দেখার আক্ষেপ হে রূপময়।
এ কোন প্রেমের বাঁধনে বেঁধেছ আমায়
যত সুখ কেবল তোমারই ভাবনায়
পৃথিবীর তাবৎ সুখ তার ধূলি তুল্যও নয়
মধুর থেকে আরো মধুরতর হয়
তোমার নামটি হে মনোহর ।
বিভোর থাকি তোমার তপস্যায়
এ জনমে তবুও তোমার দেখা পাবার নয়
পরজনমে সে মহা মিলনের দিনে
বঞ্চিত করো না মিটায়ো সেদিন
তোমায় দেখার পিয়াস হে প্রেমময় ।।