"তোমার জীবন সাজলো ফুলে"(গীতিকাব্য)
-চিশতী রাজু আহমেদ।
তারিখঃ ২৩/০২/২০২৪ খ্রিঃ।
আজো আছ এ হৃদয়ে
পাশে তুমি নাই,
সুখের আশায় নিলে সখি
পরের বুকে ঠাঁই।
বহুরূপী খুব সহজেই
বদলে গেলে তাই-
তোমার জীবন সাজলো ফুলে
আমার জীবন ছাই !
যেই প্রেমেতে ছিলাম দু'জন
এক তারণির মাঝি,
মাঝ-নদীতে ফেলে আমায়
ভিরছ কূলে আজি!
আপন করে নিলেও আমি
তুমি পারো নাই।
তোমার জীবন সাজলো ফুলে
আমার জীবন ছাই।
শপথ ছিল মরণ ছাড়া
হবে নাকো পর,
সেই তুমি আজ কেমন করে
সাজাও অন্যের ঘর?
শপথ আমি রাখলেও স্মরণ
তুমি রাখো নাই!
তোমার জীবন সাজলো ফুলে
আমার জীবন ছাই!
কথায় বলে মন ভাঙ্গিলেই
মসজিদ ভাঙ্গা হয়,
দোষী হলে সেই দোষেতে
সর্বলোকেই কয়।
যে যাই বলুক কী যায় আসে
ভাবছ এমনটাই!
তোমার জীবন সাজলো ফুলে
আমার জীবন ছাই!