মৌমাছির মতো তিলে-তিলে সঞ্চিত
কত জ্ঞান-কথা,কত দার্শনিক চিন্তাধারা
মগজের গোরস্থানে হয়ে যায় দাফন-
দিনমান ডাল-ভাতের পর্বতসম স্নায়বিক চাপে
বিরহে পোড়ে দিনলিপির সাদা পাতা
আমার আর কবিতা লেখা হয়ে উঠে না।
মোহিত হই তোমার শ্যামলিমা রূপে
অপত্য স্নেহের বারিধারা করি উপভোগ
তৃষ্ণা মিটায় তোমার মিঠা নদীর জল
প্রশান্তি দেয় স্নিগ্ধ শীতল বায়ু সুনির্মল
কত প্রেম-মমতা,কত ভক্তি-শ্রদ্ধা তোমার তরে উঠে জেগে
তোমার কোলেই হোক অনন্ত আশ্রয়
অন্য বাসনা জাগে না হে আমার জননী জন্মভূমি।
সহসা বদলে গেলে ভাগ্যরেখা
ক্ষমতা লুটিয়ে পড়ে চরণে
আমায় প্রলুব্ধ করে দুনিয়া
আমি মনুষ্যত্ব হারাই,নৈতিকতার ফয়তা খেয়ে
তিন পুরুষের স্বর্গ রচি-নয় পুরুষের ভবিষ্যৎ
সেকেলে ভেবে হেলায় ফেলে বেগম পাড়ায় গড়ি শেষ আবাসন
তোমাকে আর ভালোবাসা হয় না হে আমার প্রিয় স্বদেশ।।