সভ্যতা আকাশ ছুঁয়েছে বৈকি !
তবে মননে আমরা এখন বন্য পশুরাজ !
মানুষকে দেখেই আজ মানুষের যত ভয়
হিংস্র পশুকে দেখে নয় !
মানবতা আজ গভীর সমুদ্রে হাবুডুবু খেয়ে গলা ফাটায় বাঁচাও!বাঁচাও ! বাঁচাও !
ফুলের সৌন্দর্যে এখন আর ফাগুন আসে না
প্রতিদিন মনুষ্যত্বের খুন হওয়ার দৃশ্য দেখায় অভ্যস্ত চোখে!
মানুষের জন্যই সভ্যতা,আবার সভ্যতার বলির পাঁঠা মানুষই আজ !
নিরীহ বিড়ালের চোখের ফুটেজেও মানুষের মতোই বোবা কান্না-
মাছের কাঁটা যদি নাইবা পাইলাম
মহাকাশ জয়ে আমার কি আসে যায় ?