সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এখানে কবি-লেখক,ব্লগার,সাংবাদিকের
অধিকার সংরক্ষিত !
এখানে আছে রাষ্ট্রীয় গৃহপালিত কবি-লেখক, ব্লগার,সাংবাদিক.......
শেখানো কথাই তারা লেখেন!
নির্দেশিত কথাগুলোই প্রচারিত হয়
প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়ায়!
এখানে বাস্তবে নয়,কল্পনায় সুখী নাগরিকবৃন্দ!
বুকে নয়,মুখে-মুখে হয় গণতন্ত্রের অনুশীলন !
এখানে ফারাওদের মতো রাজাই হলো
জনগণের ঈশ্বর!
এখানে সবকিছু দেখতে নেই!
এখানে সব সত্য বলতে নেই!
চোখ থেকেও অন্ধ সেজে থাকতে হয়!
বোবার মতো মৌনতাতেই কেবল মুক্তি!
এখানে সন্ত্রাসী তকমা জোটে কপালে অধিকারের দাবিতে!
সত্য বলার বিল জীবন দিয়ে করতে হয় পরিশোধ!