বুঝলো  শেষে   মানুষ   মরার  রহস্যটা   কিসের ?
সকল কিছুর দাম বাড়ালেও দাম বাড়ায়নি বিষের।
বেখেয়ালী     কর্তৃপক্ষের   নড়ছে   টনক  আজি!
ভোদাই লোকে সস্তা পেয়েই বিষ খেতে হয় রাজি!

চরম  ক্ষতি   অর্থনীতির  দায়  নেবে কে কাঁধে ?
রাষ্ট্র প্রধান ক্ষেপে গেছেন এমনি কী আর সাধে ?
মস্তবড়ো ভুল'টা তাদের মানবে  কেমন  করে?
বিষের মূল্য বাড়লে যেত সরকারি ফান্ড  ভরে!

আয় বাড়ে না পাবলিকের'ই ব্যয় যে শুধুই  বাড়ে,
রাজ-ক্ষমতায় গিয়ে সবাই  বাঁশ দিতেই যে পারে ।
রাষ্ট্র কেবল এগোচ্ছে ভাই চাটুকারের মুখে,
দিন-মজুরের  ভাগ্যটা তাই পিষ্ট হচ্ছে দুখে ।

উন্নতিতে ক'দিন পরেই দেশটা ছুঁবে দ্যুলোক!
আত্মগর্বেই  প্রশংসিত  প্রধানমন্ত্রীর ভূলোক!
নেইকো মরদ এসব বলার তেলবাজেদের চোটে,
গণতন্ত্রের  ফয়তা  খেয়ে  জিতছে ভূতের  ভোটে!

আমজনতা দেখছে  আঁধার নেই যে বাঁচার  আলো,
ধুঁকে- ধুঁকে  মরার  চেয়ে এক  মরণ'টাই   ভালো ।
বিষের ব্যবসা  উঠছে জমে মরছে মানুষ সুখে!
সস্তা  কেবল এটাই  দেশে স্বস্তি  সবার  বুকে!