এক নিমেষেই মানুষ শব্দ পুড়ে হলো লাশ,
আমরা ব্যথী তার ব্যাথাতে যার হয়েছে নাশ।
এই যে কিছু মরলো মানুষ কে নেবে তার দায়?
দোষের কালি মাখছো নাকি সরকারের'ই গায়?
ওরে বলদ আমজনতা জাগছে মরার সাধ?
হুশ করে ক্যান কওনা কথা?ভাংছে ধৈর্য্যের বাঁধ।
নিছক ছিলো দূর্ঘটনা দায় নেবে কে কাঁধে?
ভাগ্য দোষেই পড়ছে তারা অগ্নিকাণ্ডের ফাঁদে।
দ্রব্যমূল্যের দাম বাড়ায়েই সব করিনি শেষ,
সংসদেতে করছি আমরা শোক প্রস্তাব'ও পেশ।
সবকিছুতে নিন্দা করাই নিন্দুকেদের কাজ,
সরকারের'ই প্রশংসাতে তাদের করে লাজ।
মাঠেই যে নেই বিরোধী দল ষড়যন্ত্রে যাবে
নিরপেক্ষ চিন্তা করলে আসল কারণ পাবে।
কে করেছে অগ্নি সৃজন করছে শক্তি দান ?
আর কেউ নয় দায় নেবে তাই স্বয়ং ভগবান !