ঘুমের ঘোরে দেখ  যেটা  স্বপন সেতো নয়
জেগে জেগে স্বপ্ন  দেখো  গুণীজনে  কয় ।
স্বপ্ন  সেটাই, পূর্ণ করতে  কাড়ে চোখের  ঘুম
কুরে কুরে  খাবে  তোমায় সফল হবার ধুম।

জীবন সেতো নয়'কো সহজ  আপনি আসে সুখ !
নাও'গো দুখের পরশ আগে  দেখবে যে তার মুখ।
জীবনটাকে  কেমন রুপে  কোথায় দেখতে  চাও
আগে  থেকেই   স্বপ্ন  দেখে   জীবন তরী  বাও  ।

আজ  অবধি  বলেনি কেউ  স্বপ্ন দেখা  পাপ
ভুগতে হবে  সারা জীবন  পাবে না'কো  মাফ !
এই জগতের  মনীষীদের নাওনা  জীবন খোঁজ
দেখতে পাবে  সবাই  তারা স্বপ্ন দেখতো  রোজ ।

স্বপ্ন  বিহীন  জীবন  যেন  তরীর  ভাঙা  হাল
মাঝ  সাগরে  ডুবে  যাবে  উড়াও  যতই  পাল ।
স্বপ্ন দেখে   কর্ম  করো  অলস  রয়ে  নয়
কর্মের  মাঝেই  স্বপ্ন  বাঁচে  পূরণ  হবে  তয় ।

স্বপ্ন যেন  হয়'গো  তোমার  স্বপ্নের  মতোই  ভাই
প্রত্যাশাটা   যেমন  যার  পায়'গো  সে জন  তাই ।
স্বপ্ন  দেখতে  চিরদিন'ই  করছে  যারা  ভয়
তারাই শুধু  নিরাশ  হয়ে  পায়নি  কভু  জয় ।