যুগে যুগে তোমাকেই দরকার
হে স্বপ্নের রাজকুমার।
তোমায় পেয়ে আজ পুলকিত সকলে
ভরসা পাচ্ছি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার।

দেশপ্রেম প্রোথিত করে যাও নাগরিক হৃদয়ে
স্বপ্নগুলোকে মুঠোবন্দী করে যাও
অজয়কে জয় করার দীক্ষা দিয়ে যাও
গড়ে যাও সৌহার্দ্য-সম্প্রীতির টেকস‌ই আগামী।

মনের মাধুরী মিশিয়ে সাজাই তোমাকে
আদর্শ পৌরুষ অভিভাবক রূপে
জাতির ত্রাণকর্তা রূপে
আকাশের প্রোজ্জ্বল নক্ষত্র রূপে।

যশ-খ্যাতি সম্মানেই শুধু নয়,সাহস আর বুদ্ধিতেও অদ্বিতীয় তুমি
অল্প ক'দিনেই শত্রু-মিত্রের করেছ তফাৎ
গর্ত থেকে বের করে এনেছ বিষধর অজগর
তোমার কাছেই শিখছে দুনিয়া -সাপ ধরার নিপুণ কৌশল!

তোমার চারপাশে সব বিড়াল ছানা
ওসব দিয়ে কিচ্ছু হবে না!
যা করার একা তুমি‌ই করে যাও
যাবার আগে তোমার মতো সব বীর গড়ে যাও।