সোনার খনি পাইনি তাতে কী
সোনার মানুষ তো পেয়েছি।
যারা খোদার দানের উর্বর ভূমিতে
সোনার ফসল ফলায় কায়িক পরিশ্রমে।
জীবনের কাছে তাঁদের চাওয়াও খুব কম
তৃপ্তির ঢেকুর তুলে পান্তা ভাতে লংকা-নুনে।

তারা নিজ দেশ অথবা সুদূর প্রবাসে
দিনরাত খেটে কিনে জননীর হাসি,
ওরা নয় সুখী মনে,প্রকৃতির দানে পাওয়া ধনে
তাই ঘামে ভেজা সুখ তাদের চির-অবিনাশী।
বাকি পৃথিবী এতে হায় আফসোসে মরে!
ইস!এমন সোনার ছেলে যদি জন্মিত ঘরে!

তারা ধর্ম-বর্ণের ভেদ যায় ভুলে
মানুষ পরিচয় দেখে বড় করে,
বহিশত্রু কিংবা প্রাকৃতিক দুর্যোগে
বিপদ এলে তারা এক সাথে লড়ে।
তোমরা খনিজসম্পদেও যতটা না সুখী
আমি এমন সোনার মানুষ পেয়ে সুখী বহুগুণে।