সম্মান ।
সর্বজন সমাদৃত ছোট্ট একটি শব্দ
মাত্র কয়েকটি বর্ণের সমাহার
অথচ এর ভিতরেই লুকায়িত কত মাহাত্ম্য!
এ গ্রহের অন্যতম মূল্যবান শব্দও এটি।
হয়তোবা অনেকেই জানি না এর পেছনের গল্প
কত ত্যাগ,কত অভিজ্ঞতা,কত মেধা-শ্রম
কত উদারতা,কত মানবিকতা,কত শুদ্ধ চেতনা
কতটা নিরপেক্ষতার মূল্যে একে করতে হয় খরিদ?
মা-বাপ শব্দের কাছেই কেবল সে নতজানু চিরকাল।
কারো নামের সাথে উড়ে এসে জুড়ে বসে না
জোর করে একে মুকুটে বসানো যায় না
কাঁড়ি কাঁড়ি অর্থ দিয়েও একে যায় না কেনা
কর্মগুণে যে তাকে করেছে বশীভূত
নাম শুনেই জাগে- শ্রদ্ধা,ভালবাসা বুকের ভেতরে।।