একটা সময় ঠেলা গাড়ির মতোই ঠেলেছি সময়!
একটি সূর্যাস্ত-মৃত্যুর পেয়ালায় এক চুমুক,
একবারও ভাবেনি বেখেয়ালি মন!
সুন্দর মুহূর্তগুলো করিনি উপভোগ
সিগারেটের ধোঁয়ার মতো দিয়েছি উড়িয়ে!
ফাগুন ছুঁয়েছে চোখের পাতা ',পড়ন্ত বিকেলে এসে
এই সুন্দর সবকিছু,'ছেড়ে যেতে হবে প্রিয় মুখগুলো!
যদি শিকল পরানো যেত সময়ের পায়!
আরো কিছুদিন থেকে যেতে পারতাম।
আলোক দ্রুতির পিঠে চড়ে জীবন সন্ধ্যা এলো!
কত কিছুই বাকি এখনো......
নিঃস্ব আমি সঙ্গী কেবল আফসোস শব্দ!
আয়ুর ঘাটে কখন যেন ভিড়বে এসে পারের খেয়া!!