ইচ্ছে স্বাধীনতা খোয়াতে না চাইলেও
জীবনের প্রয়োজনেই খোয়াতে হয়,
পৃথিবীর যত বীর,করুক না উঁচু শির
বউয়ের কাছেই মাথা নোয়াতে হয়!
গোটা বিশ্বব্ৰহ্মাণ্ড জয় করে এলেও
গৃহদেবীর কাছে এসেই মেনে নেয় হার!
থেমে যায় এখানেই কবির কলমও
ভয়ে চলতে পারে নাকো আর!
স্বর্গ-নরক এ দু'টোই যেন হায়-
দিয়েছেন প্রভু হাতে সঁপে তার!
বেহেস্ত -দোযখের শীতল-উত্তাপ
দেখেনি কে মেজাজের তোপে তার?
বয়সে বিবি সকল জয়া আহসান
একচুল কোনদিনও বাড়ে না!
সিংহ-বাঘকে বশে আনা গেলেও
বউকে যে কখনও কেউ পারে না!
শান্ত স্বভাবে সে দিয়ে দেবে পৃথিবীই
চটলে ছাড়ে কথায় বিষে মাখা তীর!
তোমার আমার গৃহলক্ষ্মীই-
সকল বীরের গুরু বীর!
আবার সেবা সুশ্রূষায়,'ত্যাগ-ভালবাসায়
তার কাছেই নতজানু পতি চিরদিন,
জগতের সব ঋণ শোধ করা গেলেও
হয় না শোধ এ বীর মহীয়সীর ঋণ।।