কেউ মারছে কেউ বা মরছে!
জানে না উভয়েই কারণটা কি?
আমাদের ভিতরটা গিয়েছে পঁচে!
পোকায় খাচ্ছে বড় আদালত!
চল আগে তার সংস্কার করি।
এত বিদ্যাশিক্ষায় লাভ বলো কি?
মূর্খ লোকেদের বিদ্বানেই ভয়!
পৃথিবীর শান্তি খেয়েছেন তিনারাই!
পোলায় শিক্ষিত-রেণু খালার আশঙ্কা সীমাহীন!
লজ্জা আর আফসোসে দিনরাত কাঁদেন!
আবেগের বশে মানুষ মানুষকেও মারে!
পৃথিবীতে তোমরাই দেখালে প্রথম!
যমদূত উপর থেকে মুচকি হাসে!
দ্বায়িত্বের বোঝা তার কমেছে কিছু!
আদম সন্তানই তাকে দিয়েছে বিশ্রাম!
শিক্ষিত জাতি দিয়ে কি হবে বোনাপার্ট?
পৃথিবীটাকে যেন করে তোলে নরক?
শিক্ষিত হলেই কি মানুষ হয় সকলে?
উচিত ছিল বলা ধার্মিক মা দাও
ধর্মভীরু জাতি দিবো বিশ্বকে উপহার।