কুরআন,বাইবেল,গীতা,ত্রিপিটক বুঝি না
ইসলাম ,খ্রিস্ট,হিন্দু,বৌদ্ধ খুঁজি না।
সত্যের সন্ধানী পরিব্রাজক আমি -
মুক্তির পথ শুধু খুঁজি ।
আত্মার চিরশান্তি চাই
পার্থিব সুখে সুখ নাই
অপার্থিব জীবনের সফলতা বুঝি ।
চোখের শূল আমি পরিবার-পরিজন, সমাজ ও ধর্মপতিদের কাছে।
পূর্বপুরুষের অন্ধ শিষ্য হয়ে থাকিনি বলে।
আমি জানি পূর্বপুরুষেরা ভুলের ঊর্ধ্বে নয় ।
এও জানি প্রথাগুলোও একসময় আইন হয়।
দীর্ঘকাল মিথ্যের সাথে থাকলে সত্য অধরা থাকে ।
ভুল গুলোও ফুল বলে মনে হয় ।
কাজেই আমি আমার বিবেক, প্রজ্ঞা,অভিজ্ঞতা দিয়ে সংস্কার করেছি নিজেকে।
অবশেষে পেয়েছি সত্য সরল সঠিক পথ । আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ ।
এই সিরাতাল মুস্তাকিমের উপরেই থাকি যেন অবিচল।