চিনে নাই কেউ তারে
কোরবানির পূর্বে,
পরিচয় পেলে যে
মাথা সবার ঘুরবে
ভাবে নাই এমনটা কখন‌ও কেউ আগেতে!
দেশটাকে গিলে খেল
মতিউর গং'রা,
মহারানীর চারিপাশে
আছে বসে সঙ'রা!
ছাগলে তাই ফাঁস করে পরিচয় সে রাগেতে!

বিপদে হাত ছাড়ে না
এমন কোনো মিতা নাই,
ছেলেকেও চিনে না
এমন কোনো পিতা নাই
শেষেরটি‌ও ভুল কথা ভাবেনি কেউ আগেতে!
সরকারি চাকরি যে
হরিলুটের কারবার,
আর কোনো মতিউর
না আসুক বারবার।
ছাগলে তাই মতিউরকে ফাঁসালো সে রাগেতে!

লোকে নিজে বড় ভেবে
হেয় করে ছাগলকে,
তার সাথেই তুলনাটা
করে কোনো পাগলকে!
মুখ বুজে সয়ে যাবে আর কত এ অপমান!
শেয়ালটাকে চিনলি না
তোরা কেউ কামের না,
কোথা পেল এত ধন?
নিশ্চয়ই ঘামের না?
ছাগলেই বুঝাল তা আজ তাকে নিয়েই যত ফান!