কেন জানি কবিতা লিখতে ইচ্ছে করে না!
কবিতা লিখেই বা কী হবে আর!
যেখানে ধর্মগ্রন্থগুলোই মেনেছে হার!
ধর্মগ্রন্থের পবিত্র বাণী
সকলেই জানি
কিন্তু ক'জনে মানি?
ওসব আজ গ্রন্থের ভিতরেই সংরক্ষিত!
ব্যক্তি জীবনে হয় না  চর্চা তার!

শরীরে নয়,চেতনায় বাসা বেঁধেছে রোগ!
ওপারের নয়!এপারের সব সুখ করে যাব উপভোগ!
উবে যাচ্ছে সুকুমার বৃত্তি!
বাঁধনহারা আজ অসীম লোভ!
কোত্থাও খুঁজে মানুষ পাই না!
চারিপাশে সব রাক্ষস-খোক্ষস!
মানুষের দাবিতে এসো করি বিক্ষোভ।

সবাই বড় বিদ্বান হতে চায়
কিন্তু মানুষ হতে নয়!
এখন বিদ্বানেরাই দুর্জন বেশি!
তামশা দেখে হাসছেন খালিক!
বিদ্বান লোকের বাড়ির চাকর
সে-ও বিলিয়ন টাকার মালিক!

হে আমার জন্মভূমি
সারাজীবন দিলেই তুমি-
র‌ইলে আজ‌ও ভাগাড়ে পড়ে!
অনৈতিকভাবে ভাগ্য গড়ে-
আপনারে ভাবে উপযোগ্য!
তোমার কথা কেউ ভাবে না!
কেউ-ই যে তোমায় ভালবাসে না!
পূর্বপুরুষের রক্তে কেনা -
সে স্বাধীনতা-হলো না আর উপভোগ্য!!