সহস্র যামিনীর প্রস্তুতি শেষেও বোল্ড হয়
নব্য পতিদেব !
অবশ দেহ'টা পরে থাকে ফুলশয্যার উপর!
আবার শক্তি আসে জেগে ওঠে তেজি ঘোড়া
আবার দামামা বাজে ভারত-পাকিস্তান যুদ্ধের!
যে করেই হোক বিজয়ের হাসি হাসতেই হবে ।
বংশের চেরাগ জ্বালতেই হবে সামনের বছর ।
সহস্র পৃষ্ঠা পাঠের পরেও ঘাম ঝরে নব্য লেখকের!
কলম'টা পড়ে থাকে খাতার উপরে!
আবার ভাবনা আসে সোজা হয় লেখনী
আবার শুরু হয় কলম-খাতার চুম্বন !
যে করেই হোক ফোটাতে হবে কবিতার ফুল।
একটি একক গ্রন্থ চাই আগামী বইমেলায়।।