আর দশের মতো করেই ফিরে যাবো ওপারে?
দেহের সাথে নামটাও পড়বে চাপা
কিংবা ভস্ম হবে কোনো শ্মশানে?
ফটো হয়ে ঝুলে রবো দেয়ালে-দেয়ালে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়
আফসোস!নিজ হাতেই লিখে গেলাম নির্দোষ স্বপ্নের অপমৃত্যুর কাহিনী!
দিনের সবটুকু শুষে নেয় কর্মের কৃষ্ণ গহ্বর
দম ফেলারও নেই একটু অবসর !
সময় কোথায় পৃথিবীর কথা ভাবার!
হাবিয়া পেটের পরিতোষেই ইয়া নাফসি!
দিবসের উপর আধিপত্য নেই
নিজের বলতে রাতটুকুই সম্বল
পুরো রাত টা'কেই ক্লান্ত দেহ পেতে চায় বিছানায়
তাক ভরা বইগুলোও ডাকতে থাকে
গয়না খোলার মহড়াও আছে আবার রাতের কিছু অংশে
রাত'টা সবার এতো প্রিয়?
দিন ফুরোয় ডাল-ভাতের সংগ্রামে
শ্রান্ত চোখ,বই আর গয়নাধারী ভাগ করে নেয় ছোট্ট রাত টা'কে।
পৃথিবীকে কিছুই দেয়া হয় না আর!!