একবার'ই কেউ পাবে জীবন
বারে-বারে পাবে না,
তবে কেন পুণ্য লয়ে
পরপারে যাবে না ?
এই ধরায় যা করবে আবাদ
ফসল পাবে হাশরে
পুলকিত থাকবে সেদিন
স্বর্গসুখের বাসরে ।
পুণ্য যাহার দোসর হবে সে যে ধোঁকা খাবে না।
তবে কেন পুণ্য লয়ে পরপারে যাবে না ?
মানব জাতির শত্রুটাকে
এই জীবনে চিনলে না
শয়তানের'ই ধোঁকায় পড়ে
সুখের টিকেট কিনলে না ।
পুণ্যেই পাবে সুখের টিকেট আর কিছুতেই পাবে না ।
তবে কেন পুণ্য লয়ে পরপারে যাবে না?
মরণ থেকে বাঁচতে পারবে
থাকলে কেহ বলো না?
সত্যটাকে জেনেও সবাই
সঠিক পথে চলো না !
পুণ্য বিনে সেই নিধনে কেহই নিস্তার পাবে না ।
তবে কেন পুণ্য লয়ে পরপারে যাবে না ?
ভুলে ভুলে কাটলে জীবন
মাশুল দিতে পারবে না
সময় হলে এক মুহুর্তও
আজরাইলে ছাড়বে না ।
পুণ্য বিনে রক্ষা পাবে সেদিন কোনো সাবে না।
তবে কেন পুণ্য লয়ে পরপারে যাবে না ?