সেদিন তুমি বললে এসে,মিষ্টি হেসে
ভালোবেসে, হাত রেখেছি তোমার হাতে,
রাতে প্রাতে ভাবি তোমায়, যাই যদিও আমি কোমায়, আসুক যতই খারাপ সময়,
থাকবে তোমার এই সোমায় ।
ক'দিন বাদে মনটা কাঁদে, পড়ছে ফাঁদে
আরেক বগায়, সেইম কথাটি বলছো যারে
করছে বিশ্বাস বারেক মগায়, নয়তো সে যে
অন্য কেহ, একই রক্তের ভিন্ন দেহ,ভুরিভুরি যার লুটছো টাকা, স্বয়ং আমার ছোট কাকা ।
আজকে তিনজন মুখোমুখি, কাকে নিয়ে হবে সুখী ?কঁচি খুকী !নিষ্পাপ তুমি ? চাচা-ভাইপোর হৃদয় ভূমি, করছো নিরাশ প্রেমের ছলে, কপালতলার নদীর জলে,আজ যদিও জাহাজ চলে, তবুও তোমায় বলতে হবে, সাক্ষী সবে, হবে প্রিয়া,প্রেমের সাকি? নাকি আমার হবে কাকী ??