ওগো পল্লী বালা.....
সতত আমার মনে করগো বিরাজ ।
আর কারো নয়......
তোমার প্রেমেতে আমি রাজা-মহাধিরাজ।
পৃথিবীর কত দেশ ঘুরেছি আমি
দেখেছি কত কি দু'চোখ ভরে,
তবু তৃষ্ণা মেটাতে পারেনি কেহ
তোমার মতো প্রিয় এমন করে ।
তোমার রূপেই শুধু মুগ্ধ আমি
নির্জীব মনে হয় বাকি সব আজ
ওগো পল্লী বালা..................
সতত আমার মনে করগো বিরাজ ।
যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে হায়
শান্তি খুঁজে পাই তোমারি পরশে
নিমেষেই মনটা ওঠে'গো নেচে
অজানা কোনো এক সুখের হরষে ।
পারি না ছুটে যেতে সবকিছু ফেলে
তোমার শ্যামলী কোলে মাথা রাখি আজ
ওগো পল্লী বালা..........................
সতত আমার মনে করগো বিরাজ ।