পুণ্য করি গুণে গুণে, পাপ গুণে নয় !
মনে যদি থাকে ভয়, মহা রায় কালে
সাজা ভোগ রবে ভালে, নাহি যার ক্ষয়
ধরা দিবে কেন তয়, স্বর্গ চ্যুত জালে ?
অমল ধবল পালে, মন্দ বায়ু তালে
ডুবে যাবে তরী খালে, এতটুকু ভুলে
জয় তবে নেবে তুলে, সে লাঞ্চিত শালে
দেবে গহীন পাতালে, না উঠিবে কূলে ।
ভয়ে কেঁপে উঠে সে যে, পালাবে আড়ালে
সাহাবী উমর হালে, গড়ে ওঠো নিজে
সোনার ফসল বীজে, আগাছা তাড়ালে
গোলাভরা ধন-মালে সে প্রশান্তি কি যে !
জীবন একটা শুধু, পাবে না'কো আর
সুপথে চলন যার, সেই হবে পার ।