কেচ্ছা -কাহিনী,বানোয়াট গল্প না
নয় কবির কোনো অলিক কল্পনা।
সহীহ্ হাদীসে আছে তার প্রমাণ ।
কামিয়াব হয় সে, বোঝে যে, তার শান-মান ।
কুরআন -
স্রষ্টা নয় যার জ্বিন-ইনসান
স্বয়ং এটি- মহান আল্লাহ্ পাকের দান ।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মৃত্যুর পর
মিষ্টি এক পাখি এসে
একগাল হাসি হেসে
ঢুকে তার কাফনের কাপড়ের ভিতর।
অবাক হলেন সাহাবায়ে কেরাম, কিছু না বুঝে!
পাখিটি পাওয়া গেলো না পুরো কাফনের ভিতর খুঁজে ।
দাফন করার সময় হঠাৎ পাখিটি বললো-
নেককার এক বান্দা প্রভুর দিদারে চললো।
আজ মন দিয়ে সবাই শোনো
দুনিয়ার অতি সাধারণ পাখি নই আমি কোনো।
আমি হলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের আমল-এ কোরআন
অনন্ত জীবনে তাকে সম্মান করবো দান ।