এক মুখে দাও চিনি আরেক মুখে নুন !
বিশ্ব মোড়লের এই হলো গুণ?
যতই ধরো ভাবে আলম সাধুর পাঠ
দেখেছে বিশ্ববাসী-তোমার ভিতরে সদরঘাট।
মুখে যা বলো তার কাজে নাই মিল
বুঝেছে সকলেই- তোমার যুদ্ধবাজ দিল।
শান্তি ও গণতন্ত্রের বুলি যতই আউড়াও মুখে
তুমিই হলে অশান্তির মূল, এ পৃথিবীর বুকে।
সময় আর বেশি নেই ,পতন আসছে ধেয়ে বস
বন্ধ হবে দাদাগিরি,অস্ত্র ব্যবসায় নামবে ধস।