একরাশ অনুযোগ স্ত্রীর সুললিত কণ্ঠে!
তোমার কথায় বাচ্চারা সারারাত জেগে থাকবে!
ওদের ভয় পালাবে মহাশূন্যে,ভূতের সাথে ধরবে পাছাড়!
নিজে না ঘুমাবে,না ঘুম পাড়াবে বাচ্চাদের!
না না ঘুমাবো না। বাবার সাথে গল্প করবো।
বাবা বলেছে -কল্পনার স্পাইডারম্যান নয়,
মুক্তিযোদ্ধাদের মতো সত্যিকারের বীর হবো বড় হয়ে।
সবগুলো ভূত মেরে ফেলবো ',ঢুসুম-ঢুসুম করে ....
আলোকযানে চড়ে চষে বেড়াবো মহাবিশ্বটা।
রোজ-রোজ শুধু ভূতের ভয়! মামাবাড়ি যাওয়ার মিথ্যে আশা!
দেখছো! তোমার লাই পেয়েই বাচ্চারা আজ তর্ক করে মুখে মুখে!
তোমার যা খুশি তাই করো,
আমি তোমাদের মতো রাত জাগা পাখি না!
আমি ওদের চোখে শ্রেষ্ঠ-আদর্শ মানুষ।
অধিকিন্ত আমি কবি!জাতির বিবেক-
আমার সত্তায় এ পরিচয় খুব গৌরবের ।
আমি সুন্দরের পুজারি,সত্যদ্রষ্টা, আলোর ফেরিওয়ালা ।
মিথ্যের চর্চা নেই আমার কল্যাণকামী চেতনায় ।
সমস্ত কুসংস্কার-অন্ধ বিশ্বাসের বন্ধ ঘরের অন্ধকারে জ্বেলে দেই মহা সত্যের আলোকবর্তিকা ।
ওরা শুধু আমার সন্তান-ই না।
ওরা আগামী......
ওরা জাতির তারুণ্য শক্তি।
তাই ভূত-পেতের বানোয়াট গল্প শুনিয়ে ওদের ঘুম পাড়াতে পারি না।
কিংবা মিথ্যে স্বপ্ন চোখে নির্জীব দেহে ঘুমিয়ে পড়ুক ওরা,
এ নয় আমার অন্তর-অভিলাষ।
ওরা স্বপ্ন দেখুক জাগ্রত চোখে
এসো ওদের জাগরণের গল্প শোনাই,
জেগে উঠুক ওরা,সত্যের আলোয় জেগে উঠুক আগামী,
ওরা জাগলেই জাগবে পৃথিবী।