সোনা-রূপা, হিরা-মুক্তা খুব দামী বলে
গোপনে লুকিয়ে রাখো সিন্ধুকের কোণে ?
দাম্ভিকতা বন্দি রাখো তেমনি সকলে
প্রকাশ হতে দিয়ো না আপনার মনে !
কত তুচ্ছ তুমি, ভেবে দেখো'গো নির্জনে
ধূলোয় মিশে যাবে এ মাটির দখলে
নিশ্চিহ্ন যে হয়ে গেছে কত বীর জনে
দাম্ভিকতা করো তবে কত মূর্খ হলে ?
রূপালি চাঁদের জ্যোৎস্না নক্ষত্রের হাসি
শিশুভোরে গায়ে মাখা মিঠে মিঠে রোদ,
অনুভবে শিহরণ লাগে রাশি রাশি
জাগিয়ে তোলে যে প্রাণে সুখ সুখ বোধ ।
এ জীবন চলে যার শিষ্ট ইশারায়
অহংকার শোভা পায় তারি শুধু হায় ।