নদীটা ভাই ছোট হয়ে মিলে গেছে খালে
ডিঙা-তরীও চলে না আজ পানি বিনে হালে ।
দাদা-দাদি, লোকের-মুখে শোনা কথা এটি
এ ঘাটপারেই ছিল নাকি কার্গো-ডেকের জেটি !
ডুবেছিলো এ নদীতেই সওদাগরি জাহাজ
কল্প-কেচ্ছাই ভাবি সবাই সত্যটাকে আহ্ আজ!
ধীরে-ধীরে আসে নদীর যৌবনেতে ভাটা
প্রকৃতি পায় ভালোবেসে ফুলের দানে কাঁটা।
বন্ধ হলো নদীর গতি উজানের ঐ বাঁধে
ফেরি-জাহাজ উঠে গিয়ে নৌকা এলো সাধে?
চারি টাকা খেয়া ভাড়া পারাপারে নিতো
ভাংতি টাকার ফেরত রূপে চকলেট দিয়ে দিতো।
রোজ-বিহানে নদীতটে জমে উঠতো বাজার
ঘাটের ডাকে লাখো টাকা শুল্ক উঠতো রাজার।
ইন্ডাস্ট্রিয়াল ক্ষতিকারক ধোঁয়া-বর্জ্র্যের গন্ধে
রাস্তা ভুলেও এখানে আর আসে না'কো অন্ধে।
স্নানে মানুষ শুচি হতো নদীর পূত জলে
ছাগল-ভেড়াও নামে না তায় দূষণের'ই ফলে।
প্রকৃতিকেই ধ্বংস করে শিল্প উঠলে গড়ে !
মানব জাতির কল্যাণ বলো হবে কেমন করে?