রক্ত চাস?
ফিনকির মতো রক্ত ঢেলে ভাসিয়ে দেবো রাজপথ।
শুধু বুকের পিঞ্জরে করিস না গুলি
কেবল এ জায়গাটুকুই অক্ষত রাখ।
এখানে যে খোদাই করে লেখা আছে
আমার পূর্বপুরুষের আন্দোলনের ইতিহাস।
আর কি চাস?
তাজা প্রাণ?
হাসতে হাসতে করে যাবো দান
তবু কাপুরুষের মতো খোয়াবো না মান
বীর বিক্রমে রচে যাবো
আরেকটি সফল আন্দোলনের নতুন ইতিহাস।
একবার যখন ছেড়েছি ঘর
একবার যখন ছেড়েছি ক্যাম্পাস
তখন কেউ পারবে না রুদ্ধ করতে
আমাদের সম্মুখ পথ।
আমাদের ন্যায্য দাবি
আমাদের প্রাপ্য অধিকার
আমাদের ভবিষ্যৎ
সঙ্গে নিয়েই ফিরবো আমরা
নিয়েছি এই শপথ।