জোৎস্নাবিহার আর আসে না গুরুদেব!
হাবিয়ার ক্ষুধা এই পেটের ভিতরে!
সুকান্তের ঝলসানো চাঁদের রুটিও
পুড়ে ছাই হয়ে গেছে আজ!
শিক্ষিত মা পেল নেপোলিয়ন বোনাপার্ট
গোটা বিশ্ব ভরে গেল শিক্ষিত জাতিতে,
কাজের কাজ কি হয়েছে কিছুই?
দুনিয়া জুড়ে বাজে এখন যুদ্ধের দামামা!
মহান নেতার ভাষণের পর
রক্ত দিলাম-মুক্তির জন্য,স্বাধীনতার জন্য,
স্বাধীনতা এসেছে বৈকি!
শতাব্দী ছুঁই ছুঁই তবুও মুক্তি এলো না আজও!
নির্মল আগামীর স্বপ্নে স্বৈরাচার খেদালাম
প্রাণের সুহৃদদের বসালাম চেয়ারে,
বড় বড় ডায়ালগ এক্সপোর্টেই পটু সব!
শান্তি ইমপোর্টের প্রসঙ্গেই-জবান বন্ধ!
ধৈর্য্য খেয়ে বেঁচে আছে বঙ্গ জননী!
সেটাও যখন হবে শেষ,
এবার আর মানচিত্র খাবে না
বিপ্লব খাবে,অভ্যুত্থান খাবে,সংস্কারও খাবে পরিশেষ।