মুরদ নাই জোটাতে একবেলা আধেক পেট আহার!
রাইতের কালে সোহাগ চান আমার প্রাণেশ্বর!
পেটের সুখ'ই আগে মনের সুখ বাদ
শিকেয় উঠছে পোয়াতি হওয়ার আহ্লাদ!
এক রত্তি পোলাডারে ছত্তার হাজীর লিল্লাহ বোডিংয়ে দিছে!
শাক দিয়া মাছ ঢাকে!
দুনিয়াবী শিক্ষা নাকি ভালা না!
ছাওয়াল সাঈদী সাব হইবো! আখেরাতে কাজে লাগবো!
দিন যায় আমার দুঃখ বাড়ে!
দুঃখের সাথেই করছি ঘর,সোয়ামির সাথে নয়!
এতো উপর থেইক্যা আল্লাহ্ আমার কষ্ট দ্যাহেন না!
মাইয়া কুলে জন্মই আমার হাবিয়ার আগুন!
তার সাত পুরুষের পুণ্যি! আমার মতো মাগি জুটছিলো কপালে !
ক্ষিদার জ্বালায় রোজা রাখি এই চৈত মাইস্যা দিনেও!
মরার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয় রোজ-রোজ!
কিস্তি দিতেই শ্যাষ হয় বুয়াগিরির রোজগার!
যত চিন্তা সব আমার! তেনায় সাহেবের মতো শুধু বসে বসে গিলবেন আর রাইত হলে মরদগিরি দ্যাহাবেন!