নিত্যদিনের প্রার্থনাতে
এই মিনতি করি,
দাও'গো প্রভু শেখ মুজিবে
বিশ্বটাকে ভরি।
যেমন হবে প্রজা সকল
তেমন শ্রেষ্ঠ রাজা,
থাকবে না'কো অপরাধী
খাটবে না কেউ সাজা ।
বন্ধ হবে রক্ত ক্ষরণ
সাম্প্রদায়িক দ্রোহ,
ভরে যাবে সম্প্রীতিতে
শান্তি সুখের গ্রহ ।
নিভে যাবে চিরতরে
ধর্মান্ধতার চিতা,
নেতৃত্বতে বিশ্ব পাবে
সুমহান সে পিতা ।
কাঁদবে না কেউ ক্ষুধার জ্বালায়
মরবে না কেউ ধুঁকে,
বিশ্বটাকে সামাল দেবে
মানবতা বুকে ।